শুক্রবার, ৪ মে, ২০১২

বুদ্ধ পূর্ণিমা

আজ সিদ্ধান্ত নিলাম আমরা কজন সিদ্ধার্থ হয়ে যাব। জৈষ্ঠ্য মাসের ভরা আকাশে বুদ্ধ পূর্ণিমা দেখতে মিলিত হবো খোলা আকাশের নীচে। মহামুনি বুদ্ধ যেমন সংসারের কোলাহল, মায়া মোহ আর বিভেদ ভুলে থাকতে গৃহত্যাগী হয়েছিলেন। হারমান হেস এর সিদ্ধার্থও তেমনি তরুন বয়সে গৃহত্যাগ করে সন্নাস গ্রহণ করেছিলেন। কিন' আমরা কোথায় যাব এ ভরা বৃষ্টির বাদলের মধ্যে। তাই ঠিক করেছি কোথাও একটা কড়ই গাছ পাই কিনা। কড়ই ফুল একধরনের চেতনা নাশক। তার নিচেই আগামী ৬ই মে পূর্নিমায় শরীর ধৌত করবো। এ শহরতলীতে তো মন্দির পাওয়া যাবে না। রুপার ডালার মতো চাঁদ। তার নীচে ধ্যান করবো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন