শনিবার, ৫ মে, ২০১২

নীল

তার নীল, শরীর নীল, আঙুলগুলো নীল, নীল মেঘ।তার অশ্রুও নীল, চুলতো নীল হতে পারেনা। কথা নীল।

তার নীল কস'রীল মতো দেহ দেখে মনে হয় সর্পদংশনে..

সে দেখতে পারেনি তোমাদের এই নীল আলোর হল্কা..আনন্দ..একদিন তাই উড়ে গেল নয়নে, নীলে, আকাশে।

শুধু পদচছাপে পড়ে আছে এখনো নীলগুলো, বিস্মৃতের মতো আপনারে ভালোবেসে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন