আজি এ প্রভাতে রবির কর
কেমনে পশিল প্রাণের ’পর,
কেমনে পশিল গুহার আঁধারে প্রভাতপাখির গান!
আজ ২৫ই বৈশাখ। শ্রী রবিন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী।চারুকলার বকুলতলায় যাওয়া হবে না। কোথাও যাওয়া হবে না। ঘরে বসে থাকবো।
ওগো, নির্জনে বকুলশাখায় দোলায় কে আজ দুলিছে, দোদল দুলিছে? কিংবা মায়া বন বিহারিনী হরিণী, গহন স্বপন সঞ্চারিনী...কেন তারে ধরিবারে করি পন, অকারন..।
মোর ভাবনারে কি হাওয়া মাতাল, ও, দোলে মন
দোলে অকারন হরষে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন