১.
বুনো, ধুলোময়, চন্দ্রকাঁটায়। বাকা হরফের মতোই সে; উদাসীন, মলিন। অষপষ্ট।
তাই কখনো বৃষ্টি নড়ে উঠলে, ঋদ্ধ জোসনায় হও কিছুটা... কবিতায়... তন্দ্রায়।
আহা জয়শ্রি, জাফরান মেঘে কবে ফুল ধরবে..। ”অভিধানে লিখে রেখো.. মেঘ মানে আরো কিছু হয়। আঘাত ও বঞ্চনা বটে- মেঘ শুধু জলবাষ্প নয়”।
২.
আকাশ পাতাল...কৃষএনাচুড়া না দেখে দেখে, ঢেংড়া শালিখ, “এর চেয়ে ফুফাতো ভাইয়ের সাথে প্রেম করা অনেক সহজ”। অর্থি জ্বলছে জ্বলুক...
মৃত্তিকার শালিখ হঠাৎ হাওয়ায় উড়িয়ে দিলাম। কবেকার হৃদি...ও বেলি ফুল।
৩.
নিমগ্নতা খুব ভালো লাগছে। খাটের উপর এক পা, দু’হাত মাথার পিছনে, ভাজ করা, চোখে দীর্ণ রেখাপাত,
খুব ল্যাংগুয়েটিক।বদলে গেছো..কে সে। দেখো মরে গেলে বেগুনী জারুল হবে একদিন, গোলাপের দীর্ঘস্বাসে।
তবু সে চলে গেছে।
আহা জয়শ্রি, জাফরান মেঘে কবে ফুল ধরবে।
বুনো, ধুলোময়, চন্দ্রকাঁটায়। বাকা হরফের মতোই সে; উদাসীন, মলিন। অষপষ্ট।
তাই কখনো বৃষ্টি নড়ে উঠলে, ঋদ্ধ জোসনায় হও কিছুটা... কবিতায়... তন্দ্রায়।
আহা জয়শ্রি, জাফরান মেঘে কবে ফুল ধরবে..। ”অভিধানে লিখে রেখো.. মেঘ মানে আরো কিছু হয়। আঘাত ও বঞ্চনা বটে- মেঘ শুধু জলবাষ্প নয়”।
২.
আকাশ পাতাল...কৃষএনাচুড়া না দেখে দেখে, ঢেংড়া শালিখ, “এর চেয়ে ফুফাতো ভাইয়ের সাথে প্রেম করা অনেক সহজ”। অর্থি জ্বলছে জ্বলুক...
মৃত্তিকার শালিখ হঠাৎ হাওয়ায় উড়িয়ে দিলাম। কবেকার হৃদি...ও বেলি ফুল।
৩.
নিমগ্নতা খুব ভালো লাগছে। খাটের উপর এক পা, দু’হাত মাথার পিছনে, ভাজ করা, চোখে দীর্ণ রেখাপাত,
খুব ল্যাংগুয়েটিক।বদলে গেছো..কে সে। দেখো মরে গেলে বেগুনী জারুল হবে একদিন, গোলাপের দীর্ঘস্বাসে।
তবু সে চলে গেছে।
আহা জয়শ্রি, জাফরান মেঘে কবে ফুল ধরবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন