বুধবার, ৯ মে, ২০১২

অনুপাতা

ভালোবাসি বলেই প্রেয়সী
সাদা ভাত, হলুদ ডাল, কথার দুপুড়
তোমার থৈ বনানী বুক। তাদের পথ চলা,
অশ্রু নীল কথার মতো  দুপুড়।

ভালোবাসি বলেই
ঘাসলতা কাঠগোলাপ নিজন বিজন দিন

করমচা রঙের সাদা দেয়াল, আলনা
বিষন্নের মন এখন রাত্রিবেলা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন